Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মে ২০২৫

আর্থিক অনুদান

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি

বিস্তারিত জানতে

প্রবাসে মৃত প্রবাসী কর্মীর পরিবারকে ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান।

প্রবাসী কর্মীর লাশ দেশের আসার পর প্রবাসী কল্যাণ ডেস্কে হতে বোর্ডের ইআরপি সফটওয়্যারে অথবা সরাসরি আবেদনের ক্ষেত্রে ডেসপাস হতে এন্ট্রির পর প্রয়োজনীয় কাগজপত্রাদি চেয়ে মৃতের পরিবার বরাবর পত্র ইস্যু করা হয়। উক্ত চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রাপ্তির পর প্রবাসে মৃত কর্মীর পরিবারের ব্যাংক হিসাব নম্বরে বিইএফটিএন এর মাধ্যমে সরাসরি ০৩ (তিন) লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় এবং মৃতের পরিবারকে আর্থিক অনুদান প্রদানের বিষয়টি নিশ্চিত করার জন্য মোবাইলে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হয়।

(ক) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলরের নিকট হতে পরিবারের সদস্য সনদপত্র (নমুনা কপি www.wewb.gov.bd পাওয়া যাবে)।

(খ) ৪০০/- (চারশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অংগীকার নামা (নমুনা কপি www.wewb.gov.bd পাওয়া যাবে)।

(গ) অর্থ গ্রহণকারীর যেকোন তফসিলি ব্যাংকের হিসাব নম্বর ও ব্যাংক রাউটিং নম্বরসহ স্টেটমেন্ট।

(ঘ) প্রত্যেক ওয়ারিশের পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙ্গিন ছবি।

প্রযোজ্য নয়।

কল করুন প্রবাসবন্ধু কল সেন্টারে:

 

১৬১৩৫ (দেশ থেকে, টোল ফ্রি )

+৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে)

বছর ভিত্তিক তথ্য

 

প্রয়োজনীয় কাগজপত্র

(ক) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলরের নিকট হতে পরিবারের সদস্য সনদপত্র (নমুনা কপি www.wewb.gov.bd পাওয়া যাবে)।

(খ) ৪০০/- (চারশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অংগীকার নামা (নমুনা কপি www.wewb.gov.bd পাওয়া যাবে)।

(গ) অর্থ গ্রহণকারীর যেকোন তফসিলি ব্যাংকের হিসাব নম্বর ও ব্যাংক রাউটিং নম্বরসহ স্টেটমেন্ট।

(ঘ) প্রত্যেক ওয়ারিশের পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙ্গিন ছবি।

 

ক) পরিবারের সদস্য/ওয়ারিশ সনদপত্র (নমুনা)

খ) দায়মুক্তি সনদ, অঙ্গঅকারনামা ও ক্ষমতা অর্পণ পত্র (নমুনা)

 

Flow Chart: মৃত কর্মীর লাশ দাফন ও পরিবহন বাবদ ৩৫,০০০ টাকা এবং আর্থিক সাহায্য হিসাবে ৩ লক্ষ টাকা পরিবারকে প্রদানে

 

আর্থিক অনুদান নীতিমালা>>