Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মে ২০২৫

মৃত্যুজনিত ক্ষতিপূরণ

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি

বিস্তারিত জানতে

প্রবাসে মৃত কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ/সার্ভিস বেনিটিফিট ও বকেয়া পাওনাদিসহ অন্যান্য অর্থ আদায়ে সহায়তা প্রদান।

দূতাবাস/হাইকমিশন হতে মৃত কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনার বিষয়টি অবহিত হওয়ার পর সংশ্লিষ্ট দেশে মামলা পরিচালনার জন্য পাওয়ার অব এ্যাটর্নীসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিলের জন্য মৃতের পরিবার বরাবর পত্র প্রেরণ করা হয়। মৃতের পরিবার কর্তৃক চাহিত কাগজপত্রাদি প্রস্তুত করে অত্র দপ্তরে দাখিলের পর দূতাবাস/ হাইকমিশনে প্রেরণ করা হয়। পরবর্তীতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলা পরিচালনা ও অর্থ আদায়ের বিষয়ে দূতাবাসের সাথে যোগাযোগ অব্যাহত রাখা হয়।

 

উল্লেখ্য যে, মৃতের পরিবার প্রয়োজনে পাওয়ার অব এ্যাটর্নীসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রস্তুতের জন্য বোর্ডের লিগ্যাল সেল হতে সহায়তা নিতে পারে।

(ক) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলরের নিকট হতে পরিবারের সদস্য সনদপত্র (নমুনা কপি www.wewb.gov.bd পাওয়া যাবে)।

(খ) ৪০০/- (চারশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অংগীকার নামা (নমুনা কপি www.wewb.gov.bd পাওয়া যাবে)।

(গ) অর্থ গ্রহণকারীর যেকোন তফসিলি ব্যাংকের হিসাব নম্বর ও ব্যাংক রাউটিং নম্বরসহ স্টেটমেন্ট।

(ঘ) প্রত্যেক ওয়ারিশের পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙ্গিন ছবি।

 

প্রযোজ্য নয়।

কল করুন প্রবাসবন্ধু কল সেন্টারে:

 

১৬১৩৫ (দেশ থেকে, টোল ফ্রি )

+৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে)

 

 

(ক) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলরের নিকট হতে পরিবারের সদস্য সনদপত্র (নমুনা কপি www.wewb.gov.bd পাওয়া যাবে)।

(খ) ৪০০/- (চারশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অংগীকার নামা (নমুনা কপি www.wewb.gov.bd পাওয়া যাবে)।

(গ) অর্থ গ্রহণকারীর যেকোন তফসিলি ব্যাংকের হিসাব নম্বর ও ব্যাংক রাউটিং নম্বরসহ স্টেটমেন্ট।

(ঘ) প্রত্যেক ওয়ারিশের পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙ্গিন ছবি।

 

   

 

 

মৃত্যুজনিত ক্ষতিপূরণ/নিয়মিত বকেয়া/বীমা/সার্ভিস বেনিফিট নীতিমালা>>